রাজের ‘ওমর’ সিনেমায় রাজ
নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ওমর' সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
দীর্ঘদিন পর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, 'ওমর সিনেমায় ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন শরীফুল রাজ। নাম ভূমিকায় তাকে পেয়ে আমি ভীষণ খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।'
'ওমর' সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে।
এর আগে, 'পরান', 'হাওয়া', 'দামাল' —৩ সিনেমাতেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শরীফুল রাজ।
Comments