পরিণীতি-রাঘবের বিয়ের একমাত্র ছবি প্রকাশ্যে

রাজস্থানের উদয়পুরে মালাবদল করেছেন পরিণীতি ও রাঘব।
উদয়পুরে বিয়ের আসরের সামনে পরিণীতি-রাঘব। ছবি: সংগৃহীত

কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা।

রোববার রাজস্থানের উদয়পুরে মালাবদল করেছেন পরিণীতি ও রাঘব। কনের পোশাক ডিজাইন করেছেন মনীষ মালহোত্রা।

তাদের বিয়ের একটা মাত্র ছবি প্রকাশ্যে এসেছে। ছবি: সংগৃহীত

তাদের একটা মাত্র ছবি প্রকাশ্যে এসেছে রাতে।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের সূত্র অনুযায়ী, গত শনিবার দিল্লিতে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান সেরে পরিণীতি ও রাঘব রাজস্থানের উদয়পুরে আজ রোববার বিয়ে করেছেন। আজ বিয়ের দিনই রাতে তাজ লীলা প্যালেসে অনুষ্ঠিত হয়েছে নবদম্পতির রিসেপশন। অতিথিদের জন্য লীলা প্যালেসের ৮টি সুইট আর ৮০টি ঘর বুক করা হয়েছে।

পুলিশ ও অতিরিক্ত বাহিনী ছাড়া ব্যক্তিগত ১০০ নিরাপত্তা রক্ষী ছিলেন এই বিয়ের আসরে। বিয়ে উপলক্ষে শহরের ১৫টি স্থানে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।

এর আগে কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানায়, বিয়ের গোপনীয়তা বজায় রাখতে অনুষ্ঠানের কয়েকদিন হোটেল কর্মচারী ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করলে তাদের পুরোপুরি স্ক্যান করা হয়েছে। অতিথিদের মোবাইল ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও ছিল কড়াকড়ি। কেউ যাতে বিয়ের কোনো অনুষ্ঠানের ছবি তুলতে না পারে সেই কারণে বিয়ের আসরে প্রবেশের আগেই মোবাইল ফোনে লাগানো হয়েছে বিশেষ ধরনের নীল টেপ। শুধু নিমন্ত্রিতদের নয়, হোটেলকর্মী, ডেকোরেটর, শেফসহ সবার মোবাইলেই এই টেপ লাগানো হয়েছে।

বিয়ের অনুষ্ঠানের ৩ দিন হোটেল ছেড়ে বেরোতে পারবেন না সেখানকার কর্মচারীরা।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago