বিশ্বকাপের প্রস্ততি ছেড়ে জরুরি ফ্লাইটে মুম্বাইয়ে বিরাট, ‘আনুশকা অন্তঃসত্ত্বা’ গুঞ্জন
বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগেই স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে দেখা করতে গৌহাটি থেকে মুম্বাই ফিরে এসেছেন বিরাট কোহলি।
শনিবার গৌহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে খেলতে পারেনি ভারতীয় দল। বিশ্বকাপের আগে আগামীকাল মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ খেলতে রোববার রাতেই কেরালায় পৌঁছেছে ভারতীয় দলের অন্যরা।
এদিকে গত কয়েক দিন ধরে আনুশকা শর্মা অন্তঃসত্ত্বা এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি এ তারকা দম্পতি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সম্প্রতি এক ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে আনুশকাকে দেখা গেছে। তার পোশাক দেখে ধারণা হয় যে, তিনি অন্তঃসত্ত্বা।
তিন বছর আগে প্রথম সন্তান ভামিকার ক্ষেত্রে অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন আনুশকা। দ্বিতীয় সন্তান আসছে এমন গুঞ্জনের পর থেকেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে পাপ্পারাজিদের ক্যামেরায় আনুশকার কয়েকটি ছবিতে তার চোখেমুখে আনন্দ দেখা যায়নি। এর মধ্যে জরুরিভিত্তিতে বিরাটের মুম্বাই যাওয়ার খবরে প্রশ্ন উঠছে, আনুশকার স্বাস্থ্যগত কোনো জটিলতা হলো কি না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ জানিয়েছেন এই তারকা দম্পতির অনুরাগীরা।
আগামী ৮ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
Comments