তান্ত্রিক ধরনের চরিত্রে ‘অন্যরকম’ ওমর সানি

ওমর সানি। ছবি: সংগৃহীত

একেবারে নতুন লুকে দেখা গেল চিত্রনায়ক ওমর সানীকে। দীর্ঘদিন পর নতুন কোনো সিনেমায় ব্যতিক্রমীভাবে হাজির হলেন এই নায়ক। মো. ইকবাল পরিচালিত 'ডেডবডি' সিনেমায় এমন লুকে দেখা যাবে তাকে। 

এ প্রসঙ্গে ওমর সানি দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন পর এমন একটা ছবি করছি। ভালো লাগছে। আশা করছি দারুণ কিছু হবে। চরিত্রটি একটু অন্য রকমের, তাই কাজটি করছি।'

'এটি হরর গল্পের সিনেমা ফ্যান্টাসি আছে। এখানে আমার চরিত্রটি একটু তান্ত্রিক ধরণের। এই চরিত্রের গেটআপ, মেকআপ অন্য রকমের। সংলাপ বলাটাও ভিন্ন, আগে কখনো করা হয়নি এমন চরিত্র। শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটুও করতে হয়েছে,' বলেন তিনি।

সিনেমাটির পরিচালক মো. ইকবাল বলেন, 'আমার সব সিনেমায় কিছু চমক থাকে। বাণিজ্যিক সিনেমায় যদি কোনো চমক না থাকে, তাহলে কেন দর্শকের সিনেমা দেখার জন্য অপেক্ষা করবে। দর্শকেরা এই সিনেমায় সানির লুক পর্দায় দারুণ উপভোগ করবেন এটা বলতে পারি।'

গত ১০ অক্টোবর থেকে ঢাকায় 'ডেড বডি' সিনেমার শুটিং শুরু হয়েছে। ওমর সানি ছাড়াও রোশান ও কলকাতার অন্বেষা রায় অভিনয় করছেন সিনেমায়। 

Comments