আমার অভিনয় জীবনে আর কোনো কাজ এত দিন আটকে থাকেনি: মেহজাবিন

মেহজাবীন। ছবি: সংগৃহীত

এক নারীর সমুদ্র দেখার গল্প নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম 'নীল জলের কাব্য'। এই ওয়েবফিল্মে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।

আগামীকাল ১৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফরম আই স্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

আজ বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ছাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবফিল্ম ‘নীল জলের কাব্য’ এর সংবাদ সম্মেলনে নিশো ও মেহজাবিন। ছবি: স্টার

মেহজাবিন চৌধুরী বলেন, 'আমার অভিনয় জীবনে আর কোনো কাজ এত দীর্ঘদিন ধরে আটকে থাকেনি, এই প্রজেক্ট যত দিন আটকে ছিল। কয়েকবছর ধরেই চাচ্ছি একটু অন্য ধরনের কাজ করতে। কিন্তু গল্প পাচ্ছিলাম না। একটা সময় এই গল্পটা পাই। এখানে আমার যে চরিত্র, সে ছোটবেলা থেকে বড় হয় স্কুল-কলেজ পেরিয়ে সংসার শুরু করে, পুরো জার্নিতে ওর একটাই ইচ্ছা ছিল, কক্সবাজার যাবে।'

'শুটিংয়ে প্রথম সমস্যাটা আমিই করি। আমার চোখে সমস্যা দেখা দেয়। তারপরও আমরা চাচ্ছিলাম কাজটা করি। কিন্তু ডাক্তারের পরামর্শে আর শুটিং চালিয়ে যেতে পারিনি। এরপর ব্রেকের পর পর ব্রেক হতেই থাকল। মনে হচ্ছিল, এত সুন্দর একটা গল্প দর্শককে দিতে চাচ্ছি, এত বাধা আসছে কেন। অবশেষে গত আগস্টে কাজটা শেষ হয়েছে। আগামীকাল সেটা মুক্তি পাচ্ছে,' বলেন তিনি।

ওয়েবফিল্ম ‘নীল জলের কাব্য’ এর সংবাদ সম্মেলন। ছবি: স্টার

পরিচালক শিহাব শাহীন বলেন, 'এই ওয়েব ফিল্মটির শুটিং শুরু করেছিলাম তখন ওটিটি মাধ্যম দেশে অত জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই পরবর্তী সময়ে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়। অবশেষে আগামীকাল 'নীল জলের কাব্য' মুক্তি পাচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

1h ago