ঢাকার চলচ্চিত্র উৎসবে আসছেন শর্মিলা ঠাকুর

অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে আগামী জানুয়ারিতে ঢাকায় আসছেন বলিউডের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা ঠাকুর। ঢাকা উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে স্থান পাওয়া সিনেমাগুলো থেকে সেরা সিনেমা, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও চিত্র গ্রাহক নির্বাচন করবেন তারা।

ঢাকা চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, ২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। উৎসবে উপস্থিত থাকবেন এই অভিনেত্রী।

শর্মিলা ঠাকুর ছাড়াও এবারের ঢাকা উৎসবে আসছেন আরও অনেক চলচ্চিত্র ব্যক্তিত্ব। উৎসবে চলচ্চিত্র নির্মাণের ওপর মাস্টারক্লাস নিতে ঢাকায় আসবেন ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি। আরও দুটি মাস্টারক্লাস নেবেন ভারতের নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের চলচ্চিত্র বিশেষজ্ঞ শি চুয়ান।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে ১৯৯২ সাল থেকে। এবারের ২২তম আসরে থাকছে ৭৫টি দেশের ২৫০টি সিনেমা।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

6h ago