দর্শনা বণিক ও সৌরভের বিয়ের ছবি

দর্শনা বণিক ও সৌরভ দাস
দর্শনা বণিক ও সৌরভ দাস। ছবি: সংগৃহীত

বিয়ে করলেন 'মন্টু পাইলট' খ্যাত অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। 

কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে আজ শুক্রবার বসেছে তাদের  বিয়ের আসর। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দলোক তাদের বিয়ের ছবি প্রকাশ করেছে। 

দর্শনা বণিক
বিয়ের সাজে দর্শনা বণিক। ছবি: সংগৃহীত

গত বুধবার সম্পন্ন হয় সৌরভ-দর্শনার আশীর্বাদ পর্ব। কথামতোই আশীর্বাদে গোলাপি বেনারসিতেই সেজেছিলেন দর্শনা। 

গতকাল বৃহস্পতিবার ছিল দর্শনার অধিবাস, আইবুড়ো ভাত পর্ব। বৃদ্ধি পুজোও সম্পন্ন হয়েছে। 

দর্শনা বণিক ও সৌরভ দাস
দর্শনা বণিক ও সৌরভ দাস। ছবি: সংগৃহীত

গত বছর থেকে অভিনেত্রী দর্শনা বণিক ও সৌরভ দাসের প্রেমের কথা শোনা যায়। সম্প্রতি সব জল্পনার ইতি টেনে বিয়ের ঘোষণা দেন তারা। অবশেষে প্রেমিক সৌরভের গলায় মালা পরালেন এই অভিনেত্রী। 

দুজনে একসঙ্গে 'অল্প হলেও সত্যি'সহ একাধিক সিনেমায়  অভিনয় করেছেন। দর্শনা বণিক বাংলাদেশের 'অন্তরাত্মা' ও 'অপারেশন সুন্দরবন' সিনেমায় অভিনয় করেছেন। 

Comments