বিয়ে করলেন অবন্তি সিঁথি

অবন্তি সিঁথি

বিয়ের পিঁড়িতে বসলেন কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি। গতকাল শুক্রবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন ছিল।

সিঁথির বরের নাম অমিত দে। তিনি লন্ডনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বসে গানও করেন। গানের সূত্রেই দুজনের পরিচয়।

অবন্তি সিঁথি
ছবি: সংগৃহীত

অবন্তি সিঁথি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের দুজনার পরিচয়টা গানের মাধ্যমে হলেও বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। তারপর আমাদের কথাবার্তা হয়। অমিতের অনেক বিষয় আমার ভালো লেগেছে। এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে সত্যি আনন্দিত। আমাদের আগামী জীবনের জন্য আশীর্বাদ ও ভালোবাসা আশা করছি।'

অবন্তি সিঁথি 'ক্লোজআপ ওয়ান' প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দুবার। তবে তার পরিচিতি ছড়িয়ে পড়ে ভারতের টেলিভিশন জি বাংলার সংগীতবিষয়ক শো 'সারেগামাপা'তে অংশ নিয়ে। সেখানে 'শিসকন্যা' নামে পরিচিত হয়েছেন তিনি।  তার আলোচিত গানের মধ্যে রয়েছে 'রূপকথার জগতে' ও 'পাখি পাখি মন।'

Comments

The Daily Star  | English
Bangladesh inflation rate update

Inflation declines to 8.48%, lowest in 27 months    

The easing was driven by declines in both food and non-food inflation

1h ago