গোল্ডেন গ্লোবে ‘ওপেনহেইমার’ এর ৪ জয়, আরও যারা জিতল

এবার সর্বোচ্চ আটটি করে মনোনয়ন পেয়েছে চলতি বছরের আলোচিত দুই সিনেমা ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’। তবে একটি মাত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘বার্বি’।

এ বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জয়জয়কার 'ওপেনহেইমার' এর। চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সাড়া জাগানো এই সিনেমা।

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে বেস্ট মোশন পিকচার—ড্রামা জিতেছে সিনেমাটি। পাশাপাশি এ সিনেমার জন্য সেরা পরিচালকের (মোশন পিকচার) পুরষ্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান, সেরা অভিনেতা (মোশন পিকচার, ড্রামা) হয়েছেন কিলিয়ান মারফি এবং বেস্ট সাপোটিং অ্যাক্টর (মোশন পিকচার) জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়ার।

এবার সর্বোচ্চ আটটি করে মনোনয়ন পেয়েছে চলতি বছরের আলোচিত দুই সিনেমা 'বার্বি' ও 'ওপেনহেইমার'।

তবে একটি মাত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে 'বার্বি'। সেটি হলো সেরা মৌলিক গান (মোশন পিকচার)। 'হোয়াট ওয়াজ আই মেড ফর' গানটির জন্য পুরস্কার জিতেছেন বিলি এইলিশ ও ফিনিয়াস।

অন্যদিকে টেলিভিশনে সবচেয়ে বেশি জিতেছে 'সাকসেশন', 'দ্য বিয়ার' ও 'বিফ'।

এক নজরে ৮১তম গোল্ডেন গ্লোব

বেস্ট মোশন পিকচার—ড্রামা ক্যাটাগরিতে জিতেছে ওপেনহেইমার। 

এ বিভাগে আরও যারা মনোনীত: কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ট্রো, পাস্ট লাইভস, দ্য জোন অব ইন্টারেস্ট, অ্যানাটমি অব অ্য ফল।

বেস্ট মোশন পিকচার-মিউজিক্যাল অর কমেডি জিতেছে 'পুওর থিংস'।

এ বিভাগে আরও যারা মনোনীত: বার্বি, আমেরিকান ফিকশন, দ্য হোল্ডওভারস, মে ডিসেম্বর, এয়ার।

বেস্ট ডিরেক্টর, মোশন পিকচার জিতেছে ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)।

এ বিভাগে আরও যারা মনোনীত: ব্রাডলি কুপার (মায়েস্ট্রো),  গ্রেটা গারইগ (বার্বি), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), মার্টিন স্করসেজি (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন), সেলিন সং (পাস্ট লাইভস)

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা জিতেছে কিলিয়ান মারফি (ওপেনহেইমার)।

এ বিভাগে আরও যারা মনোনীত: ব্রাডলি কুপার (মায়েস্ট্রো), লিওনার্দো ডিক্যাপ্রিও (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন), কোলম্যান ডেমিঙ্গো (রাস্টিন),  অ্যান্ড্রু স্কট (অল অব আস স্ট্রেঞ্জারস), ব্যারি কিওগান (সল্টবার্ন)

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ মোশন পিকচার, ড্রামা জিতেছে লিলি গ্লাডস্টোন (কিলার্স অব দ্য ফাওয়ার মুন)।

এ বিভাগে আরও যারা মনোনীত: ক্যারি মুলিগান (মায়েস্ট্রো), সান্ড্রা হলার (অ্যানাটমি অব অ্য ফল), অনেট বেনিং (নায়াড), গ্রেটা লি (পাস্ট লাইভস)

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ মোশন পিকচার, মিউজিক্যাল অর কমেডি জিতেছে এমা স্টোন (পুওর থিং)।

এ বিভাগে আরও যারা মনোনীত: ফান্টাসিয়া ব্যারিনো (দ্য কালার পার্পল), জেনিফার লরেন্স (নো হার্ড ফিলিংস), নাতালি পোর্টম্যান (মে ডিসেম্বর), আলমা পোয়েসতি (ফলেন লিভস), মার্গো রবি (বার্বি')

বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, মিউজিক্যাল অর কমেডি জিতেছে পল জিয়ামাতি (দ্য হোল্ডওভারস)।

এ বিভাগে আরও যারা মনোনীত: নিকোলাস কেজ (ড্রিম সিনারিও), টিমোথি শ্যালামে (ওনকা), ম্যাট ডেমন (এয়ার) হোয়াকিন ফোনিক্স (বো ইজ অ্যাফ্রাইড) জেফরি রাইট (আমেরিকান ফিকশন)

বেস্ট সাপোটিং অ্যাক্টর–মোশন পিকচার জিতেছে রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)।

এ বিভাগে আরও যারা মনোনীত: উইলাম ডিফো (পুওর থিংস), রবার্ট ডিনিরো (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন), রায়ান গসলিং (বার্বি), চার্লস মেলটন (মে ডিসেম্বর), মার্ক রাফালো (পুওর থিংস)

বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস, মোশন পিকচার জিতেছে ডাভাইন জয় রাডলফ (দ্য হোল্ডওভারস)।

এ বিভাগে আরও যারা মনোনীত: এমিলি ব্লান্ট (ওপেনহেইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল), জুডি ফস্টার (নয়াড), জুলিয়ান মুর (মে ডিসেম্বর), রোজামুন্ড পাইক (সল্টবার্ন)

বেস্ট মোশন পিকচার (নন–ইংলিশ ল্যাঙ্গুয়েজ) জিতেছে 'অ্যানাটমি অব অ্য ফল'। 

এ বিভাগে আরও যারা মনোনীত: ফলোন লিভস, লো ক্যাপিটানো, প্যাস্ট লাইভস, সোসাইটি অব দ্য স্লো, দ্য জোন অব ইনটারেস্ট

বেস্ট টেলিভিশন সিরিজ, ড্রামা জিতেছে 'সাকসেশন'।

এ বিভাগে আরও যারা মনোনীত: ১৯২৩, দ্য ক্রাউন, দ্য ডিপ্লোম্যাট, দ্য লাস্ট অব আস, দ্য মর্নিং শো

বেস্ট টিভি সিরিজ, মিউজিক্যাল অর কমেডি জিতেছে 'দ্য বিয়ার'।

এ বিভাগে আরও যারা মনোনীত: টেড ল্যাসো, আবট এলিমেন্টারি, জুরি ডিউটি, অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং, ব্যারি

বেস্ট অরিজিনাল সং- মোশন পিকচার জিতেছে বিলি এইলিশ ও ফিনিয়াস "হোয়াট ওয়াজ আই মেড ফর" (বার্বি) গানের জন্য।

এ বিভাগে আরও যারা মনোনীত: 'অ্যাডিক্টেড টু রোমান্স', ব্রুস স্প্রিংস্টিন (শি কেম টু মি); ড্যান্স দ্য নাইট, ক্যারোলিন এলিন, দুয়া লিপা, মার্ক রনসন ও অ্যান্ড্রু ওয়াইট, (বার্বি); 'আই এম জাস্ট কেইন' মার্ক রনসন ও অ্যান্ড্রু ওয়াইট, (বার্বি); "পিচেস" জ্যাক ব্ল্যাক, অ্যারন হরভ্যাথ, মাইকেল জেলেনিক, এরিক অসমন্ড ও জন স্পাইকার (দ্য সুপার ম্যারিও ব্রোস); "রোড টু ফ্রিডম" লেনি ক্রাভিতস (রাস্টিন)।

Comments

The Daily Star  | English
What constitutes hurting religious sentiments

Column by Mahfuz Anam: What constitutes hurting religious sentiments?

The issue of religious tolerance have become a matter of great concern as we see a global rise in narrow-mindedness, prejudice and hatred.

8h ago