শিগগিরই সেরে উঠব, চিন্তা করবেন না: কবীর সুমন
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। গত রোববার রাতে হাসপাতালে ভর্তি হন ৭৪ বছর বয়সী এই সংগীতশিল্পী।
আজ মঙ্গলবার খানিকটা সুস্থ হয়ে ভক্ত ও সঙ্গীতঅনুরাগীদের আশ্বস্ত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কবীর সুমন। তিনি লেখেন, 'শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরই সেরে উঠব। চিন্তা করবেন না।'
কবীর সুমন বর্তমানে পশ্চিমবঙ্গের শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি।
গতকাল সোমবার হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড. সৌমিত্র ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার গভীর রাতে তিনি জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তার অক্সিজেনের মাত্রা ছিল ৯০। তাই তাকে অক্সিজেন দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাকে অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে।'
তার কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তিনি।
কবীর সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে দুই সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
Comments