বাফটাতেও 'ওপেনহেইমার' এর জয়জয়কার, ৭ বিভাগে পুরস্কার

ছবি: রয়টার্স

এবার বাফটাতেও জয়জয়কার 'ওপেনহেইমার' এর। সাতটি বিভাগে পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের সিনেমা।  

রোববার যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত হয় দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের আসর। এ বছর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে 'ওপেনহেইমার' ৷ সেইসঙ্গে এই সিনেমার জন্য ক্রিস্টোফার নোলান সেরা পরিচালক, কিলিয়ান মারফি সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি, সেরা এডিটিং ও সেরা গান ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে 'ওপেনহেইমার'।

অন্যদিকে পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে 'পুওর থিংস'। এই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এমা স্টোন। এছাড়া সেরা পোশাক, মেকআপ এবং চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশ্যাল ভিজ্যুয়াল এফেক্টস বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমা।

তবে বছরের সবচেয়ে সফল বক্স অফিস সিনেমা গ্রেটা গার্গউইগের 'বার্বি' পাঁচটি বিভাগে মনোনয়ন পেলেও কোনো পুরস্কার জেতেনি।

এক নজরে বাফটা অ্যাওয়ার্ড বিজয়ী-

সেরা সিনেমা: ওপেনহাইমার

সেরা ব্রিটিশ সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট

অ-ইংরেজি ভাষার সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল

সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)

সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহেইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ (দ্য হোল্ডওভার্স)

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)

সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহেইমার

সেরা এডিটিং: ওপেনহেইমার

সেরা পোশাক: পুওর থিংস

সেরা মেকআপ ও ও চুল সজ্জা: পুওর থিংস

সেরা গান: ওপেনহেইমার

সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস
 

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

53m ago