বিয়ে করলেন কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
বিয়ে করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে বিয়ে করেছেন এ দুই অভিনয়শিল্পী। দীর্ঘদিন ধরেই তাদের দুজনের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল।
এর আগে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ১০ জানুয়ারি পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স হয় কাঞ্চন মল্লিকের। তাদের এক সন্তান রয়েছে।
কাঞ্চন-পিংকির বিচ্ছেদ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলে। কাঞ্চন মল্লিকের বিয়ে বহির্ভূত সম্পর্কের গুজব নিয়ে পিংকি বিরক্তি ও ক্ষোভ জানিয়েছেন এমন খবরও উঠে আসে কয়েকটি প্রতিবেদনে।
Comments