সিঙ্গাপুরে টেইলর সুইফটের কনসার্ট ঘিরে সক্রিয় জালিয়াত চক্র
সিঙ্গাপুরে মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্টের টিকেট ঘিরে প্রতারণার শিকার হয়েছেন কয়েকশ মানুষ।
দ্য স্ট্রেইট টাইমস সিঙ্গাপুর জানায়, গত ৯ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত টেইলর সুইফটের কনসার্ট দেখতে গিয়ে অনেকেই ভেতরে ঢুকতে পারেননি। কারণ তাদের টিকেটগুলো জাল ছিল।
দেশটির অ্যান্টি-স্ক্যাম কমান্ডের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ কমিশনার আইলিন ইয়াপ বলেন, 'অনেকেই মূল ওয়েবসাইটে টিকেট না পেয়ে রিসেলারদের কাছ থেকে বেশি দামে টিকেট কিনেছিল। অনেকে আবার এমন কিছু ই-কমার্স সাইট থেকে টিকেট কিনেছে, এগুলো ছিল জাল টিকেট। পরে তাদের গেইট থেকে ফিরে যেতে হয়েছে।
'পরে তারা ওই ই-কর্মাসের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছেন কিন্তু যোগাযোগ করতে পারেননি,' বলেন তিনি।
পুলিশ বলছে, টেইলর সুইফট সিঙ্গাপুরে আসার প্রথম কয়েক দিনের মধ্যে কনসার্টের টিকেট ঘিরে কেলেঙ্কারির অভিযোগ বেড়েছে। ১ জানুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে কমপক্ষে ১ হাজার ৫৫১ ভুক্তভোগী ই-কমার্স কেলেঙ্কারির শিকার হয়েছেন, যার মোট ক্ষতির পরিমাণ কমপক্ষে ৭ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার।
এর মধ্যে অন্তত ৯৬০ জন সুইফটের কনসার্টের টিকিট কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন, যার আর্থিক পরিমাণ প্রায় ৫ লাখ ৩৮ হাজার ডলারের বেশি।
এ ধরনের প্রতারণার শিকার অধিকাংশই নারী, তাদের বয়স ৩০ বছর বা এর নিচে।
সহকারী পুলিশ কমিশনার আইলিন ইয়াপ বলেন, 'কনসার্টের টিকিট কেলেঙ্কারির বিষয়টি আমাদের জন্য চ্যালেঞ্জ কারণ এটি পুরোপুরি মোকাবেলা করার কোনো সহজ উপায় নেই।'
'অনেকেই বড় কনসার্টের ঘোষণার সঙ্গে সঙ্গেই অনেকগুলো টিকিট কিনে রাখেন যাতে পরে বেশি দামে বিক্রি করতে পারেন। এটা নিয়ন্ত্রণ করলে কিছুটা সমাধান হতে পারে। অন্যের কাছ থেকে বেশি দামে টিকেট কেনা বন্ধ করতে পারলে কিছুটা সমাধান হতে পারে,' বলেন তিনি।
Comments