একইদিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে 'দ্য ক্রু'

সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সিনেমা 'দ্য ক্রু'। প্রথমবারের মতো সিনেমাটি আমদানি করছে স্টার সিনেপ্লেক্স।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'দ্য ক্রু' সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে ২৯ মার্চ একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে।  প্রথমবারের মতো আমরা সিনেমা আমদানি করে মুক্তি দেবো স্টার সিনেপ্লেক্সে।  ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবেনা তাই ঈদের আগে সিনেমাটি চালাবো।'

বলিউডের নারীকেন্দ্রিক সিনেমা 'দ্য ক্রু'। টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন তিন প্রজন্মের নায়িকা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই সিনেমায় বিমানবালার ভূমিকায় অভিনয় করেছেন তিন অভিনেত্রী। 

রিয়া কাপুর প্রযোজিত এ সিনেমায় বর্তমান সময়ের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির দুরবস্থাকে তুলে ধরা হয়েছে। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন টাবু ও কারিনা। ট্রেইলার মুক্তির পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। 

Comments