গোয়েন্দা চরিত্রে ওয়েবফিল্মে সজল, ঈদে মুক্তি

ঈদে ওটিটি মাধ্যম হইচই-য়ে এটি প্রচারিত হবে।
সজল
সজল। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সজল বেশকিছু দিন ধরে নাটক থেকে দূরে আছেন। চলচ্চিত্র ও ওয়েবফিল্মেই তাকে বেশি সরব দেখা যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আসছে ঈদে সজল অভিনীত নতুন একটি ওয়েবফিল্ম মুক্তি পেতে যাচ্ছে। ওয়েবফিল্মটির নাম 'রুমী'। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

ঈদে ওটিটি মাধ্যম হইচই-য়ে এটি প্রচারিত হবে।

"রুমি" ওয়েবফিল্মে গোয়েন্দা আরিয়ান চরিত্রে অভিনয় করেছেন সজল।

এ বিষয়ে তিনি ডেইলি স্টারকে বলেন, 'ভিকি জাহেদ আমার অসম্ভব পছন্দের একজন পরিচালক। তার কাজ সবসময়ই ব্যতিক্রমী হিসেবে দর্শকদের কাছে প্রশংসিত হয়ে আসছে। আমার বিশ্বাস "রুমী" ওয়েব ফিল্মটিও সেরকমই কিছু হবে।'

গোয়েন্দা আরিয়ান চরিত্রে অভিনয়ের বিষয়ে সজল বলেন, 'গোয়েন্দা চরিত্রে অভিনয় করা সবসময়ই উপভোগ করি। "রুমী" সিনেমায় আরও বেশি করেছি। কেননা এটি বড় ক্যানভাসের একটি সিনেমা। অনেক বড় আয়োজন করে কাজটি করা হয়েছে।'

তবে, এবারের ঈদে কোনো নাটকে অভিনয় করেননি সজল। তিনি বলেন, 'ওয়েবফিল্মটির জন্য অনেক সময় দিয়েছি। অনেক প্রস্তুতি নিয়ে অভিনয় করেছি। আমি চেয়েছি ভালো কাজ কমই হোক।'

এ সিনেমায় সজলের সঙ্গে চঞ্চল চৌধুরীকেও পর্দায় দেখা যাবে। তিনি বলেন, 'চঞ্চল চৌধুরী একজন শক্তিমান অভিনেতা। তার সাথে প্রথম সিনেমা করলাম। ভালো অভিজ্ঞতা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

4h ago