মমতাজের ঈদ ও বৈশাখের নতুন গান 'তেজপাতা'

রাজধানীর একটি ব্যস্ত কাঁচাবাজার। শাক-সবজি, মাছ-মাংস নিত্য প্রয়োজনীয় দোকানের জনসমাগমের ভেতরই হঠাৎ ফোকসম্রাজ্ঞী মমতাজকে হঠাৎ দেখতে পাওয়া গেল। একদল বাউল নিয়ে হাঁটতে হাঁটতে গাইছেন 'বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমিতো ভাই কিছুই বুঝি না।'
'তেজপাতা' গানটির কথা ও সুর করেছেন কৌশিক হোসেন তাপস। ঈদ উপলক্ষে আজ ১০ মার্চ গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।
কণ্ঠশিল্পী মমতাজ বলেন, 'বহুদিন পরে ঈদে একটা নতুন গান করলাম। ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে দেয়ার জন্য। এটি নিঃসন্দেহে শ্রোতাদের জন্য বড় ঈদ ধামাকা। আমাদের দেশের জনপ্রিয় ফোকগানগুলো যেমন সহজ, মানুষের মুখে মুখে থাকে। তেমনি এ গানের কথাগুলোও চমৎকার। এরকমই সহজ সুন্দর। অল্প সময় নিয়ে মজা করে গানটির শুটিং করেছি। গানটি ঈদ-বৈশাখের উৎসবে দর্শকের আনন্দে নতুন মাত্রা যোগ করবে গানটি।'
Comments