ওটিটিতে ‘গোলাম মামুন’ হয়ে অপূর্ব

'বুকের মধ্যে আগুন' ওয়েব সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মিত হচ্ছে আরেকটি নতুন সিরিজ 'গোলাম মামুন'। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিরিজটির নাম ভূমিকায় থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব।
এই সিরিজে আরও অভিনয় করেছেন সাবিলা নূর। সম্প্রতি আসন্ন সিরিজগুলোর এক ঝলক শেয়ার করেছে ওটিটি প্লাটফর্ম হইচই। সেখানে 'গোলাম মামুন' এর ফার্স্ট লুকে অপূর্বর সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে।
এই সিরিজের গল্পে দেখা যাবে নিজের আততায়ীকে খুনের দায়ে আটক হয় মামুন, সাথে বন্ধু দম্পতির খুনেও জড়িয়ে যায় তার নাম। আইনরক্ষক মামুনকে আইন ভেঙে পুলিশের হাত থেকে পালাতে হয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে। কিন্তু বাইরেও অপেক্ষা করছে আরও বড় বিপদ। সিরিজটি ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে।
Comments