আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যেই বেশকিছু প্রামাণ্যচিত্র ও ডকুফিল্ম নির্মিত হয়েছে। যার মধ্যে একটি হলো স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্ম 'মুচাচোস'। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিটের এই ডকুফিল্ম।

সিনেমাটি গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তির পর দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। সিনেমাটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনার ফুটবল দল। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়।

বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন। একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ, এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ। আর্জেন্টিনার হলগুলোতে ইতিহাসের সবচাইতে বেশি দর্শক এই সিনেমাটি দেখেছে বলে কয়েকটি সূত্রে জানা গেছে।

 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago