অপু-বুবলি এখন অতীত, বছর শেষে শাকিব খানের বিয়ে

অপু বিশ্বাস, শাকিব খান ও বুবলি। ছবি: সংগৃহীত

পারিবারিকভাবে এ বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

শাকিব খানের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিবার বলছে, অপু বিশ্বাস ও শবনম বুবলি দুজনই এখন শাকিবের জীবনে অতীত।

তবু বিভিন্ন সময়ে টেলিভিশন, অনলাইন, প্রিন্টসহ নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে আলোচনা করতে দেখা যায় এই দুই নায়িকাকে। শাকিবের প্রসঙ্গে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান।

শাকিব খানের পারিবারিক সূত্র জানিয়েছে, মাঝে মাঝে দুই সাবেক স্ত্রীর কারণে বিব্রত হতে হয় শাকিবকে। তবে দুই সন্তানের কথা ভেবে বরাবরই চুপ থাকেন তিনি।

শাকিব খানের পারিবারিক সূত্র জানিয়েছে, মাঝে মাঝে দুই সাবেক স্ত্রীর কারণে বিব্রত হতে হয় শাকিবকে। এ নিয়ে অস্বস্তিতে পড়ে তার পরিবারও। এসব কারণে পরিবার থেকে তার বিয়ের বিষয়টা দেখা হচ্ছে। পরিবারের এমন সিদ্ধান্তে সম্মতিও রয়েছে শাকিবের।

আরও জানা গেছে, শাকিব খানের সিনেমা মুক্তির আগে তার সাবেক দুই স্ত্রীর কথাবার্তা খুবই অপমানজনক হয়। সেই প্রভাব শাকিবের সিনেমায় পড়ে। বিশেষ করে গত ঈদে দুই স্ত্রীর কথাবার্তায় বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছেন তিনি।

পরিবার চাইছে, অতীত ভুলে শাকিব সংসারী হয়ে উঠুক। সেই কারণে বিয়ের জন্য পাত্রী দেখা চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসবেন এই শীর্ষ নায়ক।

Comments

The Daily Star  | English

Kuet returns to normalcy after 65 days of unrest

Around 10:00am, only a few police officers were seen patrolling near the main gate

1h ago