নতুন ২ সিনেমায় আফরান নিশো

আফরান নিশো। ছবি: সংগৃহীত

দর্শকনন্দিত অভিনেতা আফরান নিশো ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্টের সঙ্গে নতুন দুটি সিনেমার জন্য চুক্তি সই করেছেন।

গত বছর রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' সিনেমায় অভিনয় করে প্রথম ছবিতেই নজর কাড়েন নিশো। 

অভিনেতা আফরান নিশো বলেন, 'যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময় খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যত ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। সময় দেওয়া আর নেওয়ার মাঝেই ভালো সিনেমা।'

'হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাওয়ার আগ্রহ সৃষ্টি করে। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের। তারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে ও আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত,' বলেন তিনি।

নিশো অভিনীত এই দুই ছবির পরিচালক কে, কারা অভিনয় করবেন, কবে শুটিং হবে এবং কবে মুক্তি পাবে, এসব বিষয়ে এখনই কিছু জানায়নি দুই প্রযোজনা প্রতিষ্ঠান। 

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago