আলোচনায় ঈদের সিনেমার লুক, পোস্টার

ছবি: সংগৃহীত

আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে 'তুফান', 'জংলি', ময়ূরাক্ষী'সহ আরও কয়েকটি সিনেমা।

ইতোমধ্যেই প্রকাশিত পোস্টারে নায়ক-নায়িকার বিভিন্ন লুক নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই আলোচনার উত্তাপ ছড়িয়ে পড়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমার বিভিন্ন লুক নিয়ে। সিনেমাটির প্রথম টিজারও মনোযোগ কেড়েছে দর্শকদের।

রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

অন্যদিকে এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ ও শবনম বুবলি অভিনীত 'জংলি' সিনেমায় সিয়ামের লুক নিয়েও আলোচনা চলছে। এ সিনেমায় সিয়াম-বুবলি ছাড়াও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

রাশিদ পলাশ পরিচালিত ঈদের 'ময়ূরাক্ষী' সিনেমার পোস্টারে নায়ক-নায়িকার বেশ কয়েকটি লুক প্রকাশিত হয়েছে। এসব লুক নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে। 'ময়ূরাক্ষী' সিনেমার প্রতিটা পোস্টার দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন ববি, সুদীপ বিশ্বাস, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্তসহ আরও অনেকে। 

ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য অন্য সিনেমার লুক-পোস্টার এখনো প্রকাশিত হয়নি।

তবে, আরিফিন শুভ অভিনীত 'নীলচক্র' সিনেমার প্রথম পোস্টার দর্শকদের মধ্যে বেশ আলোচিত হলেও সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না বলে সিনেমাটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

14h ago