শাকিবের ‘তুফান’ ১২৩ হলে, স্টার সিনেপ্লেক্সে ঈদের দিনের টিকিট শেষ

ঈদে দেশের ১২৩টি সিনেমা হলে চলবে এ সিনেমাটি।
ছবি: সংগৃহীত

ঈদে সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা 'তুফান'। ঈদে দেশের ১২৩টি সিনেমা হলে চলবে এ সিনেমাটি।

এরমধ্যেই স্টার সিনেপ্লেক্সের সব শাখায় তুফানের আগামীকাল ঈদের দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমা ও শ্যামলী সিনেমায়ও টিকিট বিক্রির দিক থেকে ভালো অবস্থানে রয়েছে সিনেমাটি।  

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে জানায়, আগামীকাল ঈদের দিন তাদের সবগুলো শাখায় ১৭টি শো চলবে এবং পরদিন থেকে চলবে ২৩ শো। প্রয়োজনে আরও বাড়তে পারে তুফান সিনেমার শো। এখানকার সব শাখায় অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ঈদের পরের দিনেও স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটির টিকেট শেষ হয়ে গেছে। তারা আশা করছেন, সিনেপ্লেক্সে ভালো চলবে সিনেমাটি।

শুধু সিনেপ্লেক্স নয়, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাসহ দেশের একাধিক হলে চলছে তুফানের অগ্রিম টিকিট বিক্রি।

বিভিন্ন সিনেমা হলের ফেসবুক পেজে জানানো হচ্ছে, সবখানে শাকিবের এই সিনেমার রেকর্ড সংখ্যাক অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে।

টিজার ও গান দিয়ে দর্শকের আগ্রহ তৈরির পর গতকাল তুফানের ট্রেলার প্রকাশিত হয়েছে।সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

1h ago