জমি দখলের অভিযোগে আইএএস কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলেন লাকি আলী
জমি দখলের অভিযোগে এক আইএএস অফিসারের বিরুদ্ধে মামলা করেছেন ভারতীয় গায়ক ও অভিনেতা লাকি আলী।
হিন্দুস্তান টাইমস জানায়, আইএএস অফিসার রোহিণী সিন্ধুরি, তার স্বামী সুধীর রেড্ডি এবং দেবর মধুসূদন রেড্ডির বিরুদ্ধে কর্ণাটক লোকাযুক্ত পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেছেন তিনি।
লাকি আলী বলেছেন, রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে অবৈধভাবে তার বেঙ্গালুরুর উপকণ্ঠে জমি দখলের চেষ্টা করছেন ওই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা। মামলাটি শহরের ইয়েলাহাঙ্কা নিউ টাউন থানায় নথিভুক্ত হয়েছে।
ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই লাকি আলী ও ওই কর্মকর্তার মধ্যে দ্বন্দ্ব চলছে। কয়েক বছর আগে, লাকি আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন যে স্থানীয় পুলিশ কর্মকর্তারা ওই আইএস অফিসারের পক্ষে কাজ করছেন। তিনি এই বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতনদের অনুরোধ জানান।
লাকি আলী বলেন, 'ভূমি মাফিয়ারা অবৈধভাবে খামার দখলের ষড়যন্ত্র করেছে। জমিটি ইয়েলাহাঙ্কার কাঞ্চনাহাল্লি এলাকায় অবস্থিত বলে জানা গেছে।
এর আগেও আরেক আইপিএস অফিসার ডি রূপার সঙ্গে জনসম্মুখে দ্বন্দ্বে জড়িয়েছিলেন অভিযুক্ত রোহিণী সিন্ধুরি।
Comments