ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘দুষ্টু কোকিল’

সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল ‘দুষ্টু কোকিল’ গানটি। ট্রেলারে গানটির কয়েক সেকেন্ড দেখা গিয়েছিল।
‘দুষ্টু কোকিল’ গানের দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে 'তুফান' সিনেমার গান 'দুষ্টু কোকিল'। গানটিতে পারফর্ম করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশি তারকা শাকিব খান।

গেল কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তির পর থেকেই দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলেছে 'তুফান'।

সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল 'দুষ্টু কোকিল' গানটি। ট্রেলারে গানটির কয়েক সেকেন্ড দেখা গিয়েছিল। পরে ইউটিউবে প্রকাশের পরপরই ট্রেন্ডিংয়ে চলে আসে গানটি।

ভারতের আকাশ সেনের কথা, সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি সংগীতশিল্পী কণা।

গত বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পায় 'দুষ্টু কোকিল'। এর দুইদিনের মধ্যেই গত শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় এই গান।

আজ রোববার পর্যন্ত ইউটিউবে গানটি ৬৫ লাখবারের বেশি দেখা হয়েছে।

Comments