তুফানের পর মুক্তি পাচ্ছে শাকিবের যে সিনেমা

সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে আগামী সেপ্টেম্বর মাসে।
দরদের শুটিংয়ে শুটিংয়ে শাকিব-সোনাল। ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত তুফান সিনেমা মুক্তির পর তার নতুন সিনেমা কবে মুক্তি পাবে সেটা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। আজ রোববার জানা গেছে, অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে আগামী সেপ্টেম্বর মাসে।

সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। ইতোমধ্যে সিনেমাটির টিজার, লুক প্রকাশ হয়ে দুই বাংলার সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে।

সিনেমাটির পরিচালিক অনন্য মামুন বলেন, ১৫ জুলাই থেকে তারা দরদ সিনেমার প্রোমোশন শুরু করবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই দরদ সংশ্লিষ্টদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরার টার্গেট আছে।

তিনি আরও বলেন, 'দুই মাস দরদের প্রোমোশনে নতুন চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখে দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে একযোগে মুক্তি পাবে।'

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। সিনেমাটি বাংলা, হিন্দি, তামিলসহ ছয় ভাষায় মুক্তি পাবে।

Comments