ওটিটিতে কুসুম সিকদারের ‘শরতের জবা’

কুসুম সিকদার
কুসুম সিকদার। ছবি: সংগৃহীত

কুসুম সিকদার পরিচালিত ও অভিনীত ছবি 'শরতের জবা' এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর দুপুর ৩টা থেকে স্ট্রিমিং হবে সিনেমাটি। গত ১১ অক্টোবর দেশের সিনেমা হলে মুক্তি পেয়ে দুই মাস চলেছিল সিনেমাটি।  

নিজের লেখা বই 'অজাগতিক ছায়া' থেকে 'শরতের জবা' গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় এই বইটি 'অজাগতিক ছায়া' তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

কুসুম সিকদার
কুসুম সিকদার। ছবি: সংগৃহীত

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প 'শরতের জবা'। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।

কুসুম সিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago