তাহসানের উপস্থাপনায় আসছে ‘ফ্যামিলি ফিউড’

জনপ্রিয় শো 'ফ্যামিলি ফিউড' আসছে বাংলাদেশের টেলিভিশনের পর্দায়। আগামী ২৭ জানুয়ারি থেকে এনটিভিতে দেখা যাবে এই শো। পরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাবে তাহসান খানের উপস্থাপনায় এই অনুষ্ঠান।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের করা হয়। সেখানে জানানো হয়, সারা বিশ্বের অসংখ্য মানুষের মন জয় করে অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ শুরু হচ্ছে।

তাহসান খান উপস্থাপনা বিষয়ে বলেন, বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে 'ফ্যামিলি ফিউড'। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শো-তে হোস্টিং করতে পেরে আমি সম্মানিত হয়েছি। আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই এই শো পারিবারিক সম্পর্ক এবং বন্ধনের গুরুত্ব তুলে ধরে। আমি বিশ্বাস করি, এ ধরনের শো আমাদের সমাজে ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে সাহায্য করবে।

অনুষ্ঠানের বিশেষ পর্বগুলোতে থাকবেন অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Biman flies high with record profit in FY25

Of its 55-year journey, the national flag carrier posted profit in 26 years

11h ago