থাকছে না মধুমিতা হল, হচ্ছে মাল্টিপ্লেক্স

মধুমিতা সিনেমা হল। ছবি: সংগৃহীত

মতিঝিলে অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ মধুমিতা সুবর্ণজয়ন্তী উদযাপন করল তিন বছর আগে। এবার ঐহিত্যবাহী এ সিনেমা হল বন্ধের খবর এল।

আজ বৃহস্পতিবার মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। 

আগামী রোজার ঈদে সিনেমা চালানোর পর হলটি বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানান।  

রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকার এ সিনেমা হলে বন্ধ হলেও, এখানে নতুন ভবনে মাল্টিপ্লেক্স থাকবে বলে নিশ্চিত করেছেন ইফতেখার নওশাদ।

তিনি বলেন, 'কোটি টাকা দিয়ে হলের মানোন্নয়ন করলাম কিছুদিন আগে। কিন্তু কোনো সিনেমা চলে না। শুধু শাকিব খানের সিনেমা চলে। তার সিনেমাই ব্যবসা করে। দীর্ঘদিন ধরে একাই টিকিয়ে রেখেছেন সিনেমা হলের ব্যবসা। কোথায় গেল আমাদের ভালো ভালো সব পরিচালক, কোথায় সেই নায়কেরা। এসব ভেবে খুব খারাপ লাগে।'

'আসছে ঈদের উৎসবে মধুমিতায় সিনেমা চালিয়ে হল বন্ধ রাখব। তবে এখানে বহুতল বাণিজ্যিক ভবন হলে মাল্টিপ্লেক্স থাকবে এটা নিশ্চিত করছি,' বলেন তিনি।

ইফতেখার বলেন, 'অনেক চেষ্টা করেছি হলটি চালু রাখতে। কিন্তু সম্ভব হচ্ছে না। তাই অনেকটা বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। নতুন ভবনে মাল্টিপ্লেক্স করার ইচ্ছে আছে। দেখা যাক কতটা কী করতে পারি।'

মধুমিতা সিনেমা হল উদ্বোধন হয় ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। বর্তমানে সিনেমা হলটি বন্ধ আছে।


 

Comments

The Daily Star  | English

Curfew in Gopalganj from 8:00pm

It will be in effect until 6:00pm tomorrow

37m ago