ঈদুল আজহায় শাকিব খানের ‘তাণ্ডব’

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমার নাম 'তাণ্ডব'। ইতোমধ্যে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এটি ঈদুল আজহায় মুক্তি পাবে বলে জানা গেছে।
'তুফান' সিনেমার সাফল্যের পর এসভিএফ-আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড প্রযোজিত নতুন সিনেমা এটি। আগামী মার্চ মাসে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
শাকিব খানের সঙ্গে চুক্তিপত্র সই করেন এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও তুফান সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল।
এদিকে শাকিব ছাড়া এই সিনেমা আর কারা থাকছেন কিংবা নায়কের বিপরীতে কে অভিনয় করছেন কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে সিনেমা সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, জয়া আহসান থাকছেন তাণ্ডব সিনেমায়।
Comments