রুপন্তীর বলিউড যাত্রা

রুপন্তী আকিদ
ছবি: সংগৃহীত

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত 'হিন্দি ভিন্দি' সিনেমাটি গত ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা আলী সায়েদ। সিনেমায় 'রিহানা' নামে এক অস্ট্রেলীয় তরুণীর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুপন্তী আকিদ। অস্ট্রেলিয়ার সিনেমাটি মুক্তির পর সেখানকার দর্শক-সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছেন নতুন প্রজন্মের এই অভিনেত্রী।

সিনেমাটির প্রিমিয়ার শোতে আমন্ত্রিত হয়ে যারা এসেছিলেন, তাদের অনেকেই রুপন্তির অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। তারা রুপন্তীর এ সাফল্যটাকে সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য অনেক ভালোলাগা ও গৌরবের বলে মনে করছেন।

রুপন্তী আকিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'হিন্দি ভিন্দি সিনেমায় অভিনয় করা আমার জন্য একটি স্বপ্নপূরণের মতো। সিডনির থিয়েটার ও কমিউনিটি আমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এখানে যারা সিনেমাটির দেখেছেন, আমার অভিনয়ের প্রশংসা করছেন। আগামীতে আমি বাংলাদেশ, বলিউড কিংবা হলিউডের সিনেমায় অভিনয় করতে আগ্রহী। আমার শুধু প্রয়োজন ভালো একটা সিনেমায় ভালো চরিত্রে অভিনয় করতে পারা।'

নীনা গুপ্তার সঙ্গে রুপন্তী। ছবি: সংগৃহীত

হিন্দি ভিন্দি সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে রুপন্তী আকিদ বলেন, 'সিনেমাটির নির্মাতা রিহানা চরিত্রের জন্য এমন একজনকে খুঁজছিলেন, যিনি অস্ট্রেলিয়ার উচ্চারণে কথা বলতে পারেন। সঙ্গে ভাঙা ভাঙা হিন্দিও বলতে পারেন। অডিশনের খবর পেয়ে চরিত্রটির জন্য আবেদন করেছিলাম। বেশ কয়েক দফায় অনলাইনে অডিশন দিয়েছি। এরপর সামনাসামনি অডিশনের মাধ্যমে এই সিনেমার রিহানা চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে আমাকে।'

বাংলাদেশে তার প্রিয় অভিনেত্রী সম্পর্কে বলতে গিয়ে রুপন্তী বলেন, 'শৈশব থেকেই বাংলাদেশের অনেক অভিনেত্রীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। তবে আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী তারিন জাহান ও দীপা খন্দকার।'

রুপন্তী আকিদ ২০১৩ সালে প্রথম অভিনয় করেন সাগর জাহান পরিচালিত 'আংটি' নাটকে। তারপরে তাকে অভিনয় করতে দেখা যায় মাহফুজ আহমেদের 'কেবলই রাত হয়ে যায়', 'হ্যালো বাংলাদেশ' নামের দুটি নাটকে। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে শিহাব শাহীন পরিচালিত চরকির অরিজিনাল সিনেমা 'কাছের মানুষ দূরে থুইয়া'তে অভিনয় করে ব্যপক প্রশংসিত হয়েছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত বাংলাদেশের সরকারি অনুদানের 'বনলতা সেন' সিনেমায়।

বাংলাদেশি দম্পতির মেয়ে রূপন্তী আকিদের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা অস্ট্রেলিয়ার সিডনিতে। প্রায় এক দশক আগে শিশুশিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক হয় তার। বর্তমানে নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। হিন্দি ভিন্দি সিনেমার আরো অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা, মিহির আহুজা, জনপ্রিয় সংগীতশিল্পী গাই সেবাস্টিয়ান প্রমুখ।

 

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

The decision came following a review meeting at the secretariat on the import and supply of edible oil

48m ago