সিকান্দার সিনেমায় সালমান-রাশমিকার পারিশ্রমিক কত

সিকান্দার
রাশমিকা ও সালমান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান ঈদুল ফিতরে আসছেন নতুন সিনেমা সিকান্দার নিয়ে। টিজারের পর মুক্তি পেয়েছে সিনেমার প্রথম গান।

সিনেমায় সালমানের সঙ্গে নায়িকা হিসেবে আছেন রাশমিকা মান্দানা। সিকান্দার সিনেমার জন্য সালমান, রাশমিকা, কাজল আগারওয়াল, শারমান যোশী কত টাকা পারিশ্রমিক নিয়েছেন, সেটা জানা গেছে।

সালমান খান সিকান্দার সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অংক ৫ কোটি রুপি। এই সিনেমার আরেক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। শারমান যোশি অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ রুপি।

সবশেষ খবর, এই সিনেমা তৈরির খরচের ৮০ শতাংশ নাকি উসুল করে নিয়েছেন নির্মাতারা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সিকান্দার সিনেমা ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে ১৬৫ কোটি রুপি পেয়েছে। সিকান্দারের স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটসের দর বাড়িয়ে ১০০ কোটি করবে।

এআর মুরুগাদস পরিচালিত এই সিনেমার স্যাটেলাইট রাইটস জি নিয়েছে। জি-কে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে। এভাবেই সালমানের সিনেমা মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই সিনেমার উৎপাদন খরচ ১৮০ কোটি। দেখা যাচ্ছে, সিকান্দার ৮০ শতাংশের বেশি আয় করে ফেলেছে। আর এই সিনেমার সার্বিক বাজেট ৪০০ কোটি। সেই হিসেবে সিকান্দার মোট বাজেটের ৪০ শতাংশের বেশি অংশ উসুল করেছে।

Comments

The Daily Star  | English

Yunus places 7-point roadmap for Rohingya repatriation

'Time for action now,' he says at dialogue on Rohingya crisis in Cox’s Bazar

22m ago