ন্যান্সি কন্যা রোদেলার কণ্ঠে নতুন গান ‘অকারণ’

দর্শকন্দিত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির কন্যা মার্জিয়া বুশরা রোদেলা নতুন গান 'অকারণ' নিয়ে আসছেন। এটি তার ষষ্ঠ মৌলিক গান।
গানের কথা হলো -'অযথা ভাবনায়, এ কেমন আসা যাওয়া/ অকারণ অবেলায়, তারই মাঝে ডুবে যাওয়া/ ভুল করি আবার উড়ি, মন থাকে উচাটন/ অনুভূতির কিযে বাড়াবাড়ি/ সে মানে না বারণ।
গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুরকার ও সংগীত পরিচালনায় প্রত্যয় খান। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রয় চৌধুরী। অভিনয় করেছেন শিল্পী নিজেই। ঈদ উপলক্ষে ১৯ মার্চ গানটি প্রকাশ পাবে শিল্পীর ইউটিউব চ্যানেলে।
গান নিয়ে রোদেলা বলেন, একেবারেই অন্যরকম একটি গান এটি। এর কথায় প্রথম প্রেমের অনুভূতি ফুটে উছেছে। সুরে ও গায়কিতেও ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতা-দর্শক। গানটির সুন্দর একটি ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
গানটির গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, 'গানটির পরিকল্পনা বেশ আগে থেকেই হচ্ছে। শিল্পীকে ভেবেই গানটি লেখা। তার বয়স ও সে সময়টার প্রেমের অনুভূতি-আকুলতা প্রকাশ হয়েছে গনটির কথায়। আমার মনে হয় গানটি সবার ভালো লাগবে।'
এর আগে হাবিব ওয়াহিদ, হৃদয় খান, এহসান রাহী, সেতু চৌধুরীর গানে কণ্ঠ দিয়েছেন রোদেলা।
Comments