‘মা লো মা’ খ্যাত সাগর দেওয়ানের কণ্ঠে নতুন গান

'মা লো মা' গানের সাগর দেওয়ানের কণ্ঠে আসছে 'প্রেম সাগর' শিরোনামে নতুন একটি আধ্যাত্মিক গান। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ।
এই গানে সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
সাগর দেওয়ান বলেন, 'দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২০০ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধন, তা খুব কাছে থেকে দেখেছি। চেষ্টা করছি এই ধারাতেই নিজেকে রাঙাতে। প্রেম সাগর গানটিও এর ব্যতিক্রম নয়।'
সাগর দেওয়ান উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী। তার বড় ভাই আরিফ দেওয়ান।
Comments