চার শিল্পীর ঈদের গান 'ঈদ আনন্দ'

ঈদ উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান 'ঈদ আনন্দ'। শাহরিয়ার রাফাতের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস, রাইসা খান, সবুজ আহমেদ ও রাফাত। গানটির মডেল হয়েছেন প্রণমী ও জেরি আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খান মাহী।
গানটির গীতিকার তারেক আনন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই গানটি কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাসের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে। ঈদ নিয়ে এত জনপ্রিয় গান আছে সেখানে নতুন গান লেখা কঠিন, খুব কঠিন। গান সংশ্লিষ্ট সবাই কথা পছন্দ করেছেন। রাফাত সুন্দর সুর করেছেন, বাকিটা শ্রোতাদের ভালো লাগার ওপর নির্ভর করছে।'
Comments