শাকিবকে নিয়ে ২ বছর আগের মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝি’ বললেন নিশো

ঘটনাটি দুই বছর আগের। শাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন আফরান নিশো।
সে সময় নিশোর প্রথম সিনেমা 'সুড়ঙ্গ 'মুক্তি পেয়েছিল। সিনেমার প্রচারণার সময় তার করা একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক হয়।
তবে এ বিষয়ে চুপচাপ ছিলেন শাকিব খান। তার ভক্তরা বিষয়টা নিয়ে কথা বলেছেন।
ওই ঘটনার দুই বছর পর একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবার কথা বললেন নিশো। বক্তব্যে তিনি আগের করা মন্তব্যকে 'ভুল বোঝাবুঝি' বলেও উল্লেখ করেন তিনি।
ভিডিওতে আফরান নিশো বলেন, 'সে সময় যেটা ঘটেছিল, সেটা একটা ভুল বোঝাবুঝি। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলব, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না।'
তিনি আরও বলেন, 'এটার কোনো ক্ল্যারিফিকেশন দিচ্ছি না। আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই এটা ভুল বোঝাবুঝি। কোনো একজন মানুষকে কেন্দ্র করে কটূক্তি করা কখনোই ইনটেনশন ছিল না। সেটা এখনো নেই, সামনেও থাকবে না।'
নিশো বলেন, 'অনেক সময় প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক অনেক কিছুই কথাতে চলে আসে। সেই কথার রেশ ধরে কেউ হয়ত চাইল যে ঝগড়াটা একটু বাড়িয়ে দিই বা একটু কমিয়ে দিই। আমার জায়গা থেকে কারও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। কখনো আমি দেখাইও না।'
এরপর শাকিব খানের কথা টেনে আফরান নিশো বলেন, 'যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ। ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র। তাকে আমি যথেষ্ট সম্মান করি। আমার যখন "সুড়ঙ্গ" রিলিজ হয় তখনো তার প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে অনেক কথা বলেছি। একজন মানুষ যার এত দীর্ঘ ক্যারিয়ার, এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করেন।'
Comments