দর্শকের আগ্রহ না থাকায় নেমে গেল জ্বীন-৩ সিনেমা

দর্শকের আগ্রহ না থাকায় স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা জ্বীন-৩। কামরুজ্জামান রুমান পরিচালিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল ও নুসরাত ফারিয়া।
স্টার সিনেপ্লেক্স সূত্র জানিয়েছে, ঈদের সিনেমা জ্বিন-৩ মুক্তির পর থেকে ব্যবসায়িকভাবে তেমন ভালো যাচ্ছিল না। তারপরও দুই সপ্তাহ দেখা হলো। কিন্তু তাতেও দর্শকের কোনো সাড়া মেলেনি। দর্শকের আগ্রহ ছিল না বলে নামিয়ে ফেলতে হয়েছে সিনেমাটি।
জ্বীন-৩ সিনেমা নামিয়ে ঈদে মুক্তি পাওয়া অন্য সিনেমার শো বাড়িয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সেখানে এখন সবচেয়ে বেশি শো পেয়েছে শাকিব খান অভিনীত 'বরবাদ' সিনেমাটি। এরপর আছে আফরান নিশো অভিনীত 'দাগি', সিয়াম অভিনীত 'জংলি' ও মোশাররফ করিম অভিনীত 'চক্কর'।
জ্বীন-৩ সিনেমা না চললেও সিনেমার 'কন্যা' গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
Comments