আজ নায়ক মান্নার জন্মদিন

নায়ক মান্না। ছবি: সংগৃহীত

আজ বাংলা সিনেমার নায়ক আসলাম তালুকদার মান্নার জন্মদিন। বেঁচে থাকলে আজ ৬১ বছরে পা দিতেন তুমুল জনপ্রিয় এই নায়ক।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত 'নতুন মুখের সন্ধানে'র মাধ্যমে সিনেমায়  আত্মপ্রকাশ করেন তিনি। মান্না অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা 'পাগলি'

ছবি: সংগৃহীত

নায়ক মান্না অভিনীত সিনেমার টুকরো অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও মানুষের পছন্দের শীর্ষে। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তিনি।

ছবি: সংগৃহীত

তার অভিনীত 'ত্রাস' ব্যাপক সাড়া জাগানো একটি সিনেমা। কাজী হায়াৎ পরিচালিত 'আম্মাজান' সিনেমার গান, অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। এছাড়াও জীবদ্দশায় অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছিলেন তিনি ।

কালজয়ী অভিনেতা মান্না। ছবি: সংগৃহীত
কালজয়ী অভিনেতা মান্না। ছবি: সংগৃহীত

নায়ক মান্না অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, ত্রাস, কাশেম মালার প্রেম, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, রুটি, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা-বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া, আব্বাজান ইত্যাদি।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মান্না। মৃত্যুর পর তাকে টাঙ্গাইলের কালিহাতী নিজ গ্রামে সমাহিত করা হয়।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Khaleda Zia, accompanied by her two daughters-in-law Zubaida Rahman and Syeda Sharmila Rahman, is now on way to her Gulshan residence

1h ago