যুক্তরাষ্ট্রে মাইলসের মাসব্যাপী কনসার্ট

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। দীর্ঘ চার দশক ধরে নিজেদের গানে ভক্তদের মাতিয়ে রেখেছে এই ব্যান্ড।

এবার দেশের শীর্ষস্থানীয় রক ব্যান্ডটি যুক্তরাষ্ট্র জুড়ে শুরু করেছে মাসব্যাপী কনসার্ট ট্যুর 'লিগ্যাসি ট্যুর ইউএসএ ২০২৫'।

যুক্তরাষ্ট্রে ৩০তম ট্যুরের মাইলফলক অর্জনের মুহূর্তটিকে স্মরণীয় করতে বিশেষ উদযাপনের আয়োজন করা হয়।

১১ এপ্রিল হিউস্টনের স্ট্যাফোর্ড সেন্টার অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুরু হয় ট্যুরের আনুষ্ঠানিকতা।

পরদিন ১২ই এপ্রিল ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের মারগোলিস অ্যাম্পিথিয়েটারে ব্যান্ডটি প্রায় তিন হাজারের বেশি দর্শকের সামনে পরিবেশন করে।

আয়োজকদের মতে, এটা মায়ামিতে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলাদেশি মিউজিক কনসার্ট।

মাইলস ব্যান্ডের প্রধান হামিন আহমেদ বলেন, 'হিউস্টন ও মায়ামির দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। এই ট্যুর আমাদের জন্য আবেগের, কারণ ১৯৯৬ সালে আমরাই প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে আমেরিকায় ট্যুর শুরু করেছিলাম।'

এবারের এই 'লিগ্যাসি ট্যুরে' মাইলস আরও পারফর্ম করবে ডালাস, নিউইয়র্ক, নিউজার্সি, লস অ্যানজেলেস, ডেনভার, অস্টিন, মিশিগান, বাফেলোসহ বেশ কয়েকটি বড় শহরে।

আয়োজক ও ভক্তদের প্রত্যাশা, মাইলসের এই ট্যুর হবে তাদের দীর্ঘ সংগীত যাত্রার এক অনন্য 'মাইলফলক।'

 

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

45m ago