'দীপ্ত স্টার হান্ট' থেকে উঠে এলেন যেসব অভিনয়শিল্পী

'দীপ্ত স্টার হান্ট'-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার রাতে। দীপ্ত টিভির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা থেকে উঠে এসেছে কয়েকজন নতুন অভিনয়শিল্পী।
এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ ও বরিশালের শাকিব হোসেন। প্রথম রানার আপ হয়েছেন যশোরের ফারিহা রহমান ও বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার আপের পুরস্কার গেছে সিলেটের সানজিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমানের হাতে।
তিন হাজারের বেশি প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতার বাছাইপর্বের নানা ধাপ পেরিয়ে সেরা দশে এই ছয় জনের পাশাপাশি জায়গা পেয়েছেন শিমুল বিশ্বাস, এম এস এইচ লাবন, নূপুর আহসান ও শেখ ফারিয়া হোসেন।
দুই বছরের বিশেষ চুক্তির মাধ্যমে বিজয়ীরা কাজের সুযোগ পাবেন সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে। তাদের পরিচালনা ও প্রচারের দায়িত্বে থাকবে কাজী মিডিয়া লিমিটেড।
Comments