জয়িতা হয়ে দেখা দিলেন পূজা চেরি

পূজা চেরি
টিজারে পূজা চেরি।

ঈদের সিনেমা 'টগরে'র টিজারে জয়িতা হয়ে দেখা দিলেন পূজা চেরী। এক মিনিটের এই টিজারেই ধরা দিয়েছে প্রেম, সংগ্রাম, সম্পর্কের জটিলতা, জীবনের টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের রূপরেখা।

টিজারে বোঝা যায়, টগর কোনো একক চরিত্রের গল্প নয়, বরং বহুস্তর বিশিষ্ট কাহিনী। সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায়, তাদের উপস্থিতি গল্পে গুরুত্বপূর্ণ।

টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপ আবহ তৈরি করতে বড় ভূমিকা রেখেছে। বোঝা গেছে এটি নিছক বাণিজ্যিক অ্যাকশন সিনেমা নয়, বরং গল্পনির্ভর সিনেমার আভাস দিয়েছে  টিজারটি। সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। আলোক হাসান পরিচালিত টগর সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে।

Comments

The Daily Star  | English
Ahsan Khan Chowdhury on national budget 2025

Budget falls short on raising industrial competitiveness

The government must prioritise boosting the competitiveness of all industries if it wants to create more jobs, capture a bigger share of global markets, and strengthen the economy.

12h ago