তাণ্ডব পয়সা উসুল সিনেমা: জয়া আহসান

জয়া আহসান ও শাকিব খান
জয়া আহসান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় নতুন দুই সিনেমা নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। একটি রায়হান রাফী নির্মিত তাণ্ডব, অন্যটি তানিম নূর নির্মিত উৎসব। দুই সিনেমার প্রচারে ঈদের দিন থেকে বিভিন্ন হলে যাচ্ছেন এই অভিনেত্রী।

দেশের সর্বোচ্চ ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাণ্ডব সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে আগামী কয়েক দিনের কোনো টিকিট নেই। সিঙ্গেল স্ক্রিনেও হাউজফুল যাচ্ছে সিনেমাটি। উৎসব সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্স চলছে। স্টার সিনেপ্লেক্সে শো বেড়ে ১৩টি শো হয়েছে সিনেমাটির।

তাণ্ডবের মাধ্যমে ১২ বছর পর শাকিব খানের সঙ্গে আবার অভিনয় জয়া আহসান। অ্যাকশন ঘরানার এই সিনেমায় একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে আরও আছেন সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া।

তাণ্ডব সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, 'ঈদের সময় যখন সিনেমা রিলিজ হয়, তখন ঈদটা সিনেমাকে ঘিরেই হয়ে যায়। ঈদের দিন সকাল থেকেই খোঁজ নিচ্ছি সিনেমাটি কেমন চলছে। তাণ্ডব সিনেমাটির জন্য ঈদের দিন সকাল থেকেই দর্শকের ভিড়। সিনেমাটি দেখার জন্য মানুষ একেবারে ক্রেজি হয়ে গেছে। এটা তো আমাদের সিনেমা। ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো বিষয়।'

দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখে জয়া আহসান বলেন, 'আমি নিজে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখেছি। দর্শক হিসেবে আমার তো মনে হয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা উসুল। সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছেন, হাততালি দিচ্ছেন, সেটাতেই বলে দেয় তাণ্ডব মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।'

জয়া আরও বলেন, 'তাণ্ডব সিনেমার মূল হলো গল্প। আমাদের টিমটাও দুর্দান্ত ছিল। পর্দার সামনে ও পেছনে সবাই অনেক চেষ্টা করেছেন। আমার মনে হয় সিনেমাটি সবাই ভালোবাসবেন। আমরা নিজেরাও অনেক আনন্দ নিয়ে কাজটি করেছি। এরইমধ্যে অনেক ফিডব্যাক পাচ্ছি।'

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

12h ago