বক্স অফিসে ঝড় তুলেছে নতুন জুটির ‘সাইয়ারা’

সাইয়ারা

নতুন জুটি আহান পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত বলিউড সিনেমা 'সাইয়ারা'। গত ১৮ জুলাই মুক্তির প্রথমদিন থেকে বক্স অফিসে ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি। 

শুরুতে ৮০০ পর্দায় মুক্তি পেলেও সিনেমাটি এখন ২ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে। 'সাইয়ারা' সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

সিনেমাটি বর্তমানে ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। ভারতে এখনও পর্যন্ত সিনেমাটির নেট কালেকশন ২১৭ কোটি টাকা। এবার চোখ ৩০০ কোটির ক্লাবের দিকে।

'সাইয়ারা' সিনেমার গল্পে দেখা যায়, কৃষ কাপুর (আহান পান্ডে) একজন উদীয়মান গায়ক এবং বাণী বাত্রা (অনীত পাড্ডা) কবি ও গীতিকার। বাণী প্রথমে তার প্রেমিকের কাছ থেকে আঘাত পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঘটনার ছয় মাস পর তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। তার পরিচয় হয় কৃষের সঙ্গে। কৃষ একজন অস্থির ও স্বপ্নবাজ সংগীতশিল্পী। কৃষ বাণীর লেখা কবিতায় মুগ্ধ হন এবং তাকে তার গানের জন্য গীতিকার হিসেবে কাজ করার প্রস্তাব দেন।

একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে এক গভীর বন্ধন তৈরি হয় এবং তারা একে অপরের প্রেমে পড়েন। তাদের এই প্রেমকাহিনীর মধ্যেই আসে এক বড় মোড়। বাণী আক্রান্ত হন আর্লি-অনসেট অ্যালঝেইমার্স রোগে। ধীরে ধীরে তার স্মৃতি হারাতে শুরু করে। এ সময় কৃষ এবং বাণী কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। সিনেমার গল্পে প্রেম, বিচ্ছেদ, আত্মত্যাগ এবং স্মৃতি হারানোর যন্ত্রণা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

4h ago