শাকিব খানের ঈদের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয়

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ছবির প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আবু হায়াত মাহমুদ।
এক বিবৃতিতে তারা জানান, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি—সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়।
নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর থেকে গুজব, এটি নব্বই দশকের ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর ছবি! এটি পুরোপুরি ভিত্তিহীন।
বুধবার এক লিখিত বিবৃতিতে পরিচালক ও প্রযোজক জানান, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। সিনেমাটি লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে।
পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমার নাম প্রকাশ হয়নি। আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো, বাড়তি চমক হিসেবে আরও কিছু থাকতে পারে।
মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
Comments