সাবিনা ইয়াসমিনের অনেক অজানা কথা ‘জুঁই ফুল’

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র 'জুঁই ফুল: সাবিনা ইয়াসমিন'। এতে উঠে এসেছে জীবন্ত কিংবদন্তির শিল্পীজীবনের নানা দিক।
আগামী ৪ সেপ্টেম্বর বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন। পরদিন ৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্রটি।
এ বিষয়ে সাবিনা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তথ্যচিত্রটি দেখেছি। দারুণ এক নির্মাণ। সিরাজ ভাই যে এত সুন্দর করে এটি তৈরি করবেন, তা কল্পনাও করিনি।'
তিনি বলেন, 'আমার সংগীত জীবনের অনেক অজানা বিষয় উঠে এসেছে এখানে। যেমন: আমার নাম দিলশাদ ইয়াসমিন, এটা অনেকেই জানেন না; নায়ক জাফর ইকবাল ছোটবেলায় আমাদের স্কুলের অনুষ্ঠানে তবলা বাজাতেন—সেই বিষয়গুলো এসেছে। এমন অনেক অজানা বিষয় নিয়ে বলেছি।'
'তথ্যচিত্রটিতে বিরক্ত হওয়ার কিছু নেই। আশা করছি শ্রোতা-দর্শক নতুন এক সাবিনা ইয়াসমিনকে খুঁজে পাবেন,' যোগ করেন তিনি।
প্রায় দুই ঘণ্টার এই প্রামাণ্যচিত্রে রয়েছে দীর্ঘ সাক্ষাৎকার, ভিডিও, গান, শিল্পীর ব্যক্তিগত স্মৃতিচারণ। প্রামাণ্যচিত্রে সাবিনা ইয়াসমিনের গান নিয়ে কথা বলেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা, সুজাতা ও রোজিনা।
এ ছাড়া, এই প্রজন্মের শিল্পী কণা, কোনাল, লিজা, ইমরান, ঝিলিক, রাকিবা ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিনের বাছাই করা ১২টি গান।

প্রামাণ্যচিত্রটির নির্মাতা শাইখ সিরাজ বলেন, 'তথ্যচিত্রটি নির্মাণে নানা চ্যালেঞ্জ ছিল। সাবিনা ইয়াসমিন তার ক্যারিয়ারে প্রায় ১৫ হাজার গান গেয়েছেন। তার মধ্যে ১২টি গান বাছাই করা কঠিন ব্যাপার ছিল।'
তিনি বলেন, 'এ প্রজন্মের শিল্পীরা সাবিনা ইয়াসমিনের গাওয়া গান তারই সামনে গেয়েছেন। তথ্যচিত্রের মাধ্যমে তার জীবনটা আমরা খুব কাছে থেকে দেখেছি।'
Comments