আজীবন সম্মাননা পেলেন ফেরদৌস আরা

অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে গতকাল সোমবার রাতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা নামে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কীংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীত পরিচালক শেখ সাদী খান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম ও মো. খুরশীদ আলম।

এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সংগীতের বরেণ্য শিল্পী ফেরদৌস আরা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শফি মণ্ডল, ফেরদৌস ওয়াহিদ, মিলা, সাগর বাউল, কোনাল, নুসরাত ইমরোজ তিশা, তরিক মৃধা ও শারমিনসহ সেরাকণ্ঠ খুদে গানরাজ-এর শিল্পীরা।

এবার ১৯টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

ইউটিউবে কমপক্ষে এক লাখ ভিউ ও কমপক্ষে দেড় হাজার লাইক পাওয়া গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন শারমিন রমা; শ্রেষ্ঠ সুরকার মেহেদী, শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা এবং শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) তরিক মৃধা।

লোকসংগীত বিভাগে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন সাব্বির নাসির, ছায়াছবির গানের শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ ('ঈশ্বর' গানের জন্য), ইউটিউবে কমপক্ষে এক লাখ ভিউ ও দেড় হাজার লাইক পাওয়া গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী বিভাগে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বালাম ও কোনাল (চলচ্চিত্র 'প্রিয়তমা')।

ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ-'ঈশ্বর' (চলচ্চিত্র 'প্রিয়তমা')। ছায়াছবির গানের শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল (মেঘের নৌকা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল (চুড়ির তালে নুরির মালা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী ফেরদৌস আরা (চুড়ির তালে নুরির মালা), শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ (কেন চাঁদনী রাতে), শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত এটিএম জাহাঙ্গীর (যদি প্রেম দিলে না), শ্রেষ্ঠ নবাগত কণ্ঠশিল্পী অনিরুদ্ধ শুভ (ভাল্লাগে না) ও শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রুব মিউজিক স্টেশন।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago