আগের চেয়ে ভালো আছেন জাহিদ হাসান

zahid hasan
অভিনেতা জাহিদ হাসান। ছবি: স্টার

টেলিভিশন নাটকের দর্শক নন্দিত অভিনয়শিল্পী জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার জাহিদ হাসান নিজেই জানিয়েছে, তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন।

জাহিদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনো হাসপাতালে আছি। চিকিৎসকের পরামর্শে আরও কিছু দিন থাকতে হবে। আগের চেয়ে কিছুটা ভালো আছি।'

'সবাই আমার জন্য দোয়া করবেন, যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই। দোয়া ও ভালোবাসা চাই। আল্লাহ দয়ালু, তিনি নিশ্চয়ই রহম করবেন,' বলেন জাহিদ হাসান।

তার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, ঈদের আগের দিন জাহিদ হাসান অসুস্থ বোধ করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র 'উৎসব' মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

Comments

The Daily Star  | English

Israel says conducted 'extensive strikes' in Iran's west

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago