মঞ্চ নাটক

শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মঞ্চে প্রাচ্যনাটের ‘কইন্যা’

জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের দর্শকনন্দিত নাটক ‘কইন্যা’। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে।
কইন্যা নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের দর্শকনন্দিত নাটক 'কইন্যা'। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে।

সিলেট-সুনামগঞ্জ হাওরাঞ্চলের স্থানীয় গল্পের ওপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

কালারুকা জনপদের গল্প এটি। এ জনপদের মানুষের ধারণা, কইন্যা পীর তাদের দেখে রাখেন। অনেক কাল আগে কালারুকায় এসেছিলেন তিনি। তিনি গত হলেও, এ বিশ্বাস বর্তমান। সঙ্গী বহুরূপীকে খালি বাড়ির পুকুরে মাছ রূপে রেখে গেছে তিনি। 

খালি বাড়িতে এখন থাকেন দুই ভাই নাইওর ও দিলবর। জনপদের সবাই জানে, বিপত্নীক নাইওরের ওপর কইন্যা পীর ভর করে আছে।

এ জনপদের দুই গ্রামের মধ্যে বিচ্ছিন্নতার প্রতীক চেঙ্গের খাল। খালের পশ্চিম পাড়ের মৌলভী সাহেবজাদার ধর্মচিন্তা ও পূর্বপাড়ের কালারুকার নাইওর আলীর ধর্মচিন্তা থেকে আলাদা। এসব নিয়েই কইন্যা নাটকের গল্প।

নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ন করছেন-আজাদ আবুল কালাম, সানজিদা প্রীতি, শাহানা রহমান সুমি, হীরা, শাহেদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমন, তপন মজুমদার, হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, জবা, রুবেল, সজীব, মিতুল, রাসেল, সোহেল প্রমুখ। 

মঞ্চ ও আলোক পরিকল্পনায় আছেন মো. সাইফুল ইসলাম ও সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ।

Comments