সুরকার আনোয়ার জাহান নান্টু মারা গেছেন

মারা গেছেন ‘তুমি আমার মনের মাঝি’ খ্যাত সুরকার ও সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু। আজ সোমবার ভোররাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আনোয়ার জাহান নান্টু। ছবি: সংগৃহীত

মারা গেছেন 'তুমি আমার মনের মাঝি' খ্যাত সুরকার ও সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু। আজ সোমবার ভোররাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আনোয়ার জাহান নান্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে নাট্যনির্মাতা সাগর জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বার্ধক্যজনিত রোগের কারণে বাবা মারা গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।'

আনোয়ার জাহান নান্টু। ছবি: সংগৃহীত

আনোয়ার জাহান নান্টুর সুর ও সংগীত পরিচালনায় উল্লেখযোগ্য গানের মধ্যে 'তুমি আমার মনের মাঝে' ছাড়াও রয়েছে 'প্রেমের সমাধি ভেঙে', 'চোখের জলে ভেসে চলেছি', 'তুমি ডুব দিওনা জলে কন্যা' ও 'আমার সুখের সাথী আয়রে'।

Comments