বুধবার শিল্পকলার মঞ্চে পদাতিকের ‘কালরাত্রি’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আসছে পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা 'কালরাত্রি'।

আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।

একাত্তরের রক্তাক্ত ২৫ মার্চ রাতের ভয়াল ঘটনাকে কেন্দ্র করে লামিসা শিরীন হোসাইনের গল্প 'লোন সার্ভাইভার' অবলম্বনে এটি পদাতিক নাট্য সংসদের ৩৮তম প্রযোজনা। ড. তানভীর আহমেদ সিডনি নাট্যরূপে এটি নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম এবং নির্দেশনা উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

ছবি: সংগৃহীত

স্বাধীনতার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। জগন্নাথ হল ও তার আশেপাশের এলাকায় ২৫ শে মার্চ কালরাত্রিতে যে গণহত্যা হয়েছিল তারই ভয়াল চিত্র উঠে এসেছে 'কালরাত্রি' নাটকে। যেখানে একজন শিক্ষক, তার ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন লড়াইতে নামতে। সেই রাতে বেঁচে থাকা একজন মুক্তিযোদ্ধা ছাত্র এবং তাদের পথপ্রদর্শক সেই শিক্ষকের চোখে যে বাংলাদেশ বেঁচেছিল তারই মঞ্চসৃজন 'কালরাত্রি'।

'কালরাত্রি'তে অভিনয় করছেন শাখাওয়াত শিমুল, সৃজা, মসিউর রহমান, পাপিয়া, ইমরান খান, ইকরামুল ইসলাম, জিনিয়া আজাদ, সালমান শুভ, এস এম লিমন, ওয়াহিদ জিতু, ফরহাদ সুমন, শরিফুল ইসলাম, পলাশ, রাবেয়া, জেনি, কান্তা, জীবনসহ আরও অনেকে। পোশাক ও কোরিওগ্রাফি করেছেন সৈয়দা শামছি আরা, অডিও ভিজুয়ালে কাজ করেছেন হামিদুর রহমান পাপ্পু, বাচিক, মঞ্চ ও আলোকসজ্জায় কাজ করেছে তাসমী চৌধুরী, সঞ্জীব কুমার দে ও অতিকুল ইসলাম জয়।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

4h ago