চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটের মঞ্চে আসছে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’

চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটে আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা'।
আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের প্রযোজনায় এটি মঞ্চায়ন হবে।
নৃত্যনাট্যটি সম্পর্কে এক বিবৃতিতে ফেইম জানায়, মনিপুর রাজদুহিতা চিত্রাঙ্গদা বেড়ে ওঠে পুরুষদের মতো যুদ্ধবিদ্যা ও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে। একসময় তার দেখা হয় পান্ডব অর্জুনের সাথে। ছদ্মবেশী চিত্রাঙ্গদাকে অর্জুন ছেলেভেবে ভুল করে ভৎসর্না করে যায়, কিন্তু চিত্রাঙ্গদা প্রেমে পড়ে যায় অর্জুনের। কৃষ্ণের বরপ্রাপ্তিতে পরমা সুন্দরী হয়ে ওঠা চিত্রাঙ্গদাকে অর্জুন গ্রহন করলেও পরবর্তীতে জয় হয় চিত্রাঙ্গদার প্রকৃত রূপেরই। মননের আসল সৌন্দর্য পরিস্ফুট হয় জগতে।
ফেইম নৃত্যকলা বিভাগের প্রযোজনায় নৃত্যনাট্যটির পরিকল্পনা ও পরিচালনায় আছেন বিশিষ্ট কত্থক নৃত্যপরিচালক তিলোত্তমা সেনগুপ্তা।
মঞ্চে থাকবেন তিলোত্তমা সেনগুপ্তা, সাজেদা আক্তার সাজু, অংকিতা দস্তিদার, দীপান্বিতা দাশ, দীপা নন্দী, স্নেহা দাশগুপ্তা, অন্বেষা দাশ, রিঙ্কু দাশ, অনির্ভা সেন শর্মা, সাবিহা বিনতে জসিম ও অপরাজিতা চৌধুরী।
নৃত্যনাট্যটিতে সঙ্গীত পরিচালনা করেছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়সী রায় এবং সঙ্গীত পরিবেশনায় থাকবেন অভ্যুদ্যয় সঙ্গীত অঙ্গন।
পরিবেশনায় থাকবেন শ্রেয়সী রায়, এলড্রিন ভিনসেন্ট ক্রাউলী, অনিন্দিতা মুৎসুদ্দি, ঝুলন নাথ, সুচনা বড়ুয়া, কান্তা মহাজন, ঐশী নন্দী ও অমিতা বড়ুয়া। সঙ্গীতে থাকছেন—তবলায় সৌমেনজিৎ চক্রবর্তী, কি-বোর্ডে রিপন শীল, মন্দিরায় তমাল অনার্য ও বাঁশিতে কিও উ প্রু মারমা।
Comments